কমালা হ্যারিস-জাকারবার্গসহ ২৭ ব্যক্তির ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২২ ১১:২২:২৬


রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবে এবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৭ গুরুত্বপূর্ণ ব্যক্তির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

এ নিষেধাজ্ঞার আওতায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একাধিক শীর্ষ কর্মকর্তা, ব্যবসায়ী এবং সাংবাদিক রয়েছেন।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।

এছাড়া, কানাডার ৬১ জন কর্মকর্তা, সাংবাদিক, সামরিক বিশেষজ্ঞের ওপরও রুশ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা

প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, দেশটির সামরিক ব্যক্তি, ধন কুবেরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুধু যুক্তরাষ্ট্র নয় ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, নিউ জিল্যান্ডসহ বিশ্বের অনেক দেশ রাশিয়ার ওপর ধারাবাহিক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। সম্প্রতি পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডার সরকার।

এএ