রাজধানীর নিত্যপণ্যের বাজার চড়া

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২২ ১৪:৪০:০১


রাজধানীর বাজারে বেড়েছে সরু চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৫ টাকা পর্যন্ত। আর মুরগীর দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে অস্বস্তিতে ক্রেতারা। এখনো নাগালে আসেনি মাংসের দাম, বিক্রি হচ্ছে আগের মতোই চড়া দামে। এদিকে বাজার নিয়ন্ত্রণে তদারকির সেই পুরানো কথাই বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

কোন উৎসব আসলেই নিত্যপণ্যের দাম বাড়বে এটাই যেন এখন নিয়মে পরিণত হয়েছে। ঈদের ১০ দিন বাকি থাকলেও চড়া বেশিরভাগ ভোগ্যপণ্যের দাম।

বাজারে আগের চেয়ে বেশ হিসাব-নিকাশ করে কিনতে হচ্ছে সরু চাল। ঈদে সুগন্ধি চালের চাহিদা বাড়ে, এ সুযোগটাই নিচ্ছে বিক্রেতারা। সংকট না থাকলেও কিনতে হচ্ছে বাড়তি দামে। খোলা বাসমতি চাল এখন কিনতে হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে। যা গত সপ্তাহে ছিলো ১০০ টাকা। প্যাকেটজাত সুগন্ধি চালের দাম বেড়ে বিক্রি হচ্ছে ১২০ টাকার বেশি দামে।

এদিকে বাজারে মাংসের দাম ভোগাচ্ছে ভোক্তাদের। গরুর মাংসের কেজি ৭০০ আর খাসি বিক্রি হচ্ছে ৯৫০ টাকা কেজি দরে। কেজিতে ১০ টাকার বেশি বেড়েছে মুরগির দাম। ব্রয়লার মুরগী বিক্রি হচ্ছে ১৭০ টাকা আর সোনালি মুরগী মিলছে ৩০০ টাকা কেজি দরে।

এদিকে বাজারে কারসাজি রোধে সরকারিভাবে রুটিন ওয়ার্ক চললেও তার সুফল পাচ্ছে না ভোক্তারা। তবুও আশার বাণী শোনাচ্ছে বানিজ্য মন্ত্রনালয়।

বাজার তদারকির পাশাপাশি ব্যবসায়ীদের আচরণ পরিবর্তনেও সচেতনতা চলবে বলেও জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এদিকে সরবরাহ বেশি থাকায় দেশের বিভিন্ন জায়গায় কমেছে সবজির দাম। তবে বাড়তি চাহিদার কারণে এখনো বেগুন ও কাঁচামরিচের দামে তেমন কমেনি।

এএ