সন্দ্বীপে স্পিডবোট ডুবি: চার দিন পর আরও ১ শিশুর লাশ উদ্ধার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২২ ২০:৪৬:১১


চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে স্পিডবোট ডুবির ঘটনায় আরও ১ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) উড়িরচর ইউনিয়নের সাগর উপকূল থেকে কোস্টগার্ডের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে নিখোঁজ চার শিশুর মধ্যে দুইজনের লাশ উদ্ধার করা হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সন্দ্বীপ স্টেশনের স্টেশন কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া।

তিনি বলেন, আজ কোস্টগার্ডের সহায়তায় ঘটনাস্থল থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি জমজ দুই বোন আদিবা ও আলিফার মধ্যে কারও হতে পারে। পরিবারকে খবর দেওয়া হয়েছে, তারা এসে লাশ শনাক্ত করবেন।

জানা গেছে, ২০ এপ্রিল সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা একটি স্পিডবোট গুপ্তছড়া ঘাটের কাছে এসে কালবৈশাখী ঝড়ে উল্টে যায়। এতে ২০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়।

দুর্ঘটনার পর আনিকা নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। তবে আনিকার দুই জমজ বোন আদিবা ও আলিফার কোনো খোঁজ মেলেনি। এছাড়া মনির হোসেন (১০) নামে আরও এক শিশুর নিখোঁজ হয়।