চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-২৩ ১৩:৫২:০৩


চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে ইভান নামে এক ছাত্রলীগ নেতা নিহত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) নগরীর চেরাগীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তারেক ইভান জামালখান ওয়ার্ড ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক।

স্থানীয়রা জানায়, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমনের সমর্থকদের সাথে মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সাদমান সাব্বিরের অনুসারীদের আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার ইফতারের পর শোডাউন নিয়ে নগরের আন্দরকিল্লা মোড়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে সংঘর্ষে জড়ায় দুপক্ষ।

রাতে চেরাগী পাহাড় মোড়ে উভয় পক্ষ জড়ো হয়ে আবার সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ছুরিকাঘাতে নিহত হয় ইভান।