সূচক কমলেও বেড়েছে লেনদেন
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৫:২৬:২৭
সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) প্রধান সুচক কমলেও গত কার্যদিবসের চেয়ে বেড়েছে লেনদেন। আজ ডিএসইতে ৪৬৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবসে ছিল ৪৪০ কোটি ৭৭ লাখ টাকার। আর চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২২ কোটি ১৮ টাকার লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টি কোম্পানির। আর দর কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৭৮ পয়েন্টে। তবে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৭৪ পয়েন্টে।
এই সময়ে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। একই সময়ে সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৩৯ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৩৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার দর।
সানবিডি/ঢাকা/আহো