রেফারিকে লাল কার্ড!

প্রকাশ: ২০১৬-০২-২২ ১৫:৪২:১২


2016_02_22_15_32_32_tiWADbv3rZIvuOgdfXAkPk1wAdqDnP_originalএকজন রেফারি কতজন ফুটবলারকে লাল কার্ড দেখিয়েছেন সেই হিসাব অনেক সময় নিজেই দিতে পারবেন না। কিন্তু রেফারিকে উল্টো কার্ড দেখাবেন খেলোয়াড়, এমন ঘটনা অবশ্য খোঁজে পাওয়াই দায়। তেমন বিরল ঘটনাই ঘটল এবার তুরস্কের লিগে। রেফারির হাত থেকে কার্ড কেড়ে নিয়ে সেটা তাকেই দেখিয়ে দিলেন এক ফুটবলার।

রোববার ত্রাবজনস্পোর-গ্যালাতাসারাইয়ের ম্যাচেই দেখা মিলেছে সেই ঘটনার। দুজন খেলোয়াড় লাল কার্ড পাওয়ায় ত্রাবজনস্পোর খেলোয়াড়রা এমনিতেই ছিল ব্যতিব্যস্ত। ৮৭ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতা থাকায় বাকি কয়েকটা মিনিট কাটানোই ছিল তখন তাদের চ্যালেঞ্জ।

তখনই মরার উপর খারার ঘা। গ্যালাতাসারাইয়ের এক ফুটবলারকে বক্সের মধ্যে ফেলে দিলেন ত্রাবজনস্পোরের ডিফেন্ডার কাভান্দা। রেফারি তাৎক্ষণিক পেনাল্টির বাঁশি বাজান। আর কাভান্দাকে দেখান লাল কার্ড। ওই পেনাল্টি থেকেই গোল খেয়ে ত্রাবজনস্পোর ম্যাচটা শেষ পর্যন্ত হারে ২-১ গোলে।

এবার যেন মেজাজটা আর নিয়ন্ত্রণ করতে পারল না ত্রাবজনস্পোরের খেলোয়াড়রা। উত্তেজিত হয়ে প্রতিবাদ জানাতে গিয়ে একজন তো অদ্ভুত ঘটনাই ঘটিয়ে দিলেন। রেফারির হাত থেকে লাল কার্ড কেড়ে নিয়ে তাকেই দেখিয়ে দিলেন। তার নাম সালিহ দুসরান। হঠাৎ বিরল এই পরিস্থিতি দেখে হতবম্ভ রেফারি স্বাভাবিক হয়ে দুরসানকেও লাল কার্ড দেখান।

সানবিডি/ঢাকা/আহো