শর্ত লঙ্ঘিত পাটকলকে আনা হবে সরকারি ব্যবস্থাপনায়
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৬:০৮:১১
জাতীয়করণকৃত এবং পরবর্তী সময়ে বেসরকারি মালিকানায় হস্তান্তরিত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাটকল ও টেক্সটাইল মিলসমূহের শর্ত লঙ্ঘিত মিল সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার বিষয়ে টাস্কফোর্স গঠন করেছে সরকার। আজ সোমবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।
মিলসমূহের শর্ত লঙ্ঘনের বিষয়সমূহ পর্যালোচনা; ইতোমধ্যে মিলগুলোর বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে আনার লক্ষ্যে কেস টু কেস ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ; প্রয়োজনে মিলসমূহ সরেজমিনে পরিদর্শন এবং সরকারি ব্যবস্থাপনায় ফিরিয়ে এনে চালু করার বিষয়ে সুপারিশমালা তৈরি করা টাস্কফোর্সের কার্যপরিধির মধ্যে রাখা হয়েছে।
টাস্কফোর্সে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে কমিটিতে অর্থ বিভাগ, স্বরাষ্ট্র, শিল্প, আইন ও বিচার বিভাগ, ভূমি মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ জুট মিলস এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের প্রতিনিধি রাখা হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি জারি করা আদেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম-সচিবকে টাস্কফোর্সের সদস্য সচিব করা হয়।
সানবিডি/ঢাকা/আহো