সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৪ ২০:৩৫:৫৯


আগামী ২০ মে থেকে ৬৫ দিন অর্থাৎ ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। রোববার (২৪ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম নাজিম উদ্দীন স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, ‘সামুদ্রিক মৎস্য আইন ২০২০-এর ধারা ৩-এর উপধারা (২)-এর ক্ষমতাবলে বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য প্রতিবছরের মতো এ বছরও আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন সব ধরনের মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এই গেজেট জারি করা হলো।’