খুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করবে ভারত
আপডেট: ২০১৬-০২-২২ ১৯:৪৩:১১
খুলনায় ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এই প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১২ হাজার ৫৯২ কোটি টাকা। দুই দেশের মধ্যে আগামী ২৮ ফেব্রুয়ারি চুক্তি সই হবে বলে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়েছে, খুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ নিতে চীনের ২টি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে ভারতকে। দুই দেশের চরম প্রতিযোগিতার পর শেষ পর্যন্ত চুক্তিতে এগিয়ে যায় ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড (বিএইচইএল)। ভারতের কোনো বিদ্যুৎ সংস্থার বৃহত্তম বৈদেশিক প্রকল্প চুক্তি এটি। প্রতিবেদনে জানানো হয়েছে, খুলনায় ১৩২০ মেগাওয়াটের একটি থার্মাল পাওয়ার স্টেশন নির্মাণে বাংলাদেশের সঙ্গে চুক্তি করবে ভারতের সরকার নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান বিএইচইএল। বাংলাদেশ ও ভারতের কর্মকর্তারা এ চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
অঞ্চলগত ও রাজনৈতিক দিক থেকে বাংলাদেশকে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে প্রতিবেদনে জানানো হয়েছে, খুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের শতকরা ৭০ শতাংশ অর্থ দেওয়ার প্রস্তাবে বিএইচইএলকে সমর্থন দিয়েছে এক্সিম ব্যাংক। এই অর্থ সহায়তার জন্য মাত্র ১ শতাংশ সুদ নেবে ভারত সরকারের বৈদেশিক বিনিয়োগের সহায়ক ব্যাংকটি। আগামী ৬-৮ মাসের মধ্যে এই প্রকল্পের সম্পূর্ণ অর্থ ছাড় দেওয়া হবে।
বাংলাদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, খুলনার ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছিল চীনের বিদ্যুৎ খাতের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান হারবিন ইলেকট্রিক ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড। ইরান, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে এ সেক্টরে কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের। কিন্তু ‘টেকনিক্যাল’ কারণে এই প্রকল্পের কাজ তাদের দেওয়া হচ্ছে না।
কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য গঠিত জয়েন্ট ভেনচার বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের মুখপাত্র আনোয়ারুল আজিম জানান, খুলনার তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য যারা নিলামপত্র জমা দিয়েছে তাদের মধ্যে সবচেয়ে কম দর দিয়েছে ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড।
প্রতিবেদনে জানানো হয়েছে, সম্প্রতি দক্ষিণ-পূর্ণ এশিয়ার বিভিন্ন প্রকল্পে কাজ করছে ভারত ও চীনের কোম্পানিগুলো। শ্রীলঙ্কায় নানা উন্নয়নমূলক প্রকল্পে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে চীন। ফলে এ অঞ্চলে বাণিজ্যিক আধিপত্য বিস্তার করে যাচ্ছে দেশটি। এর প্রেক্ষাপটে খুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের কাজকে নিজেদের প্রমাণ করার জন্য ভালো সুযোগ হিসেবে দেখছে ভারত সরকার।
সানবিডি/ঢাকা/আহো