শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ভিড়

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৪-২৫ ১১:৫২:০৩


শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে ভোর থেকে বাড়তে শুরু করেছে ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ভিড়। সোমবার (২৫ এপ্রিল) সকালে এই ফেরিঘাট দিয়ে নদী পার হওয়ার অপেক্ষায় ছিল পণ্যবাহী ট্রাকসহ ছোট বড় দুই শতাধিক যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসির) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) ফয়সাল আহমেদ জানান, দেশের অন্যতম এই নৌরুটে সোমবার সকাল থেকে ১টি মিনি রো-রো ফেরি, ২ টি মিডিয়াম ও ২ টি ডাম্প ফেরিসহ মোট ৭ টি ফেরি চলাচল করছে। সকাল থেকেই যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। এই ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় দুই শতাধিক ছোট বড় গাড়ি।

বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান জানান, এ নৌরুটে ফেরিতে যাত্রীরা পারাপার না করে লঞ্চে ও স্পিডবোটে করে গন্তব্যে পৌঁছাচ্ছেন। ভোর থেকে এ নৌরুটে ১৫৩টি স্পিডবোড ও ৮৩টি লঞ্চ চলাচল করছে। ফেরির সংখ্যা কম থাকায় লঞ্চেই বেশি সংখ্যক যাত্রী পারাপার হচ্ছে।

তিনি আরো জানান, স্পিটবোড চলাচল করছে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। লঞ্চ চলাচল করছে রাত ৮টা পর্যন্ত।