আইএস প্রধানের হত্যাকারীকে বিয়ে করবেন অভিনেত্রী!
প্রকাশ: ২০১৬-০২-২২ ১৮:০৪:২৩
মিসরের খ্যাতনামা অভিনেত্রী ইলহাম শাহিন সম্প্রতি এক ঘোষণা দিয়ে বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছেন। বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান নেতাকে যে হত্যা করতে পারবে, তাকে তিনি বিয়ে করবেন বলে ঘোষণা দিয়েছেন।
শুধু তাই নয়, এ বিষয়ে পত্রিকায় এক বিজ্ঞাপনও ছাপিয়েছেন তিনি। তাতে ওই অভিনেত্রী লিখেছেন, ইসলামিক স্টেট প্রধান আবু বকর আল বাগদাদিকে হত্যা করে আমাকে বিয়ে করুন। ইলহাম এতে আরো উল্লেখ করেছেন, বিশেষ উপহার হিসেবে ওই ‘বীরপুরুষ’ পাবেন তার সঙ্গে কল্পনাতীত এক হানিমুন। খবর কয়রো টাইমসের।
ওই অভিনেত্রী জানিয়েছেন, বাগদাদীর মৃত্যুর মধ্যেই লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের শান্তি। তাই যে ব্যক্তি তাকে হত্যা করতে পারবে তাকেই তিনি জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করবেন।
তার নাগরিকত্ব, জাতি, ধর্ম, বর্ণ যা-ই হয়ে থাকুক। দরকার হলে তার দাসী হয়ে থাকতেও রাজি ৫৫ বছর বয়সী ওই অভিনেত্রী।