৩ দশমিক ৬ শতাংশ কমেছে দুগ্ধপণ্যের দাম
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৬ ০৯:০৩:১৬
টানা তৃতীবারের মতো গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) নিলামে কমেছে দুগ্ধপণ্যের দাম। শিল্পসংশ্লিষ্টদের অনেকে অব্যাহত দরপতনে কিছুটা অবাকই হয়েছেন। সব দুগ্ধপণ্যের গড় দাম ৩ দশমিক ৬ শতাংশ কমেছে।
জিডিটি নিলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য ননিযুক্ত গুঁড়ো দুধ (ডব্লিউএমপি)। খামারিরা এটি থেকেই সরাসরি মুনাফা অর্জন করেন। এছাড়া ফন্টেরার ফার্মগেট দুধের দামে বড় ধরনের প্রভাব রাখে ডব্লিউএমপি। সর্বশেষ জিডিটি নিলামে পণ্যটির দাম ৪ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি টনের গড় দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২০৭ ডলারে।
এ বিষয়ে তথ্য বলছে, গ্লোবাল ডেইরি ট্রেডের নিলামে গত ১ মার্চ দুগ্ধপণ্যের দাম রেকর্ড সর্বোচ্চে পৌঁছে। এর আগের চার নিলামেও একের পর এক বেড়েছিল দুগ্ধপণ্যের দাম।
দুগ্ধপণ্যের বাজারসংশ্লিষ্টরা জানান, খামারিরা গ্লোবাল ডেইরি ট্রেডের নিলামে ওঠা দামের ওপর ভালোভাবে নজর রাখছেন। চলতি সপ্তাহে নিলামের ফলাফলে খুব বেশি অবাক হওয়ার মতো পরিবর্তন আসেনি।
তারা আরো বলেন, ইউরোপে দুধ উৎপাদনে মৌসুমের সবচেয়ে ভালো সময় এখন। স্বাভাবিকভাবেই এ ব্লকের দেশগুলো বাজারে অনেক বেশি পরিমাণ দুধ সরবরাহ করছে। ফলে দাম কমার বিষয়টি প্রতি বছরের জন্যই প্রত্যাশিত।
সানবিডি/এনজে