৪৩০০ কোটি ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৬ ০৯:৩৫:৪৯
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে তিনি চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলারে টুইটার কিনে নিচ্ছেন। টুইটার সংশ্লিষ্টদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইলন মাস্ক তার এই প্রস্তাবকে ‘সেরা ও চূড়ান্ত’ বলে মন্তব্য করেছেন।
টুইটারের পরিচালনা পর্ষদের অনুমোদন পেলেই লেনদেন চূড়ান্ত হয়ে যাবে। সোমবার রাতেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। প্রতিটি শেয়ারের সম্ভাব্য দাম হতে পারে ৫৪ দশমিক ২০ ডলার।
টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক নগদে এই অর্থ পরিশোধ করবেন।
এ বিষয়ে রয়টার্স জানায়, ইলন মাস্ক তার নিজের অর্থ দিয়েই টুইটারের মালিকানা নেবেন। এখানে টেসলার কোনো অংশগ্রহণ থাকবে না।
তবে টুইটার বা ইলন মাস্কের পক্ষ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে দিনের শুরুতে টুইটারের শেয়ারের দর সাড়ে ৪ শতাংশ বেড়ে ৫১ দশমিক ১৫ ডলারে পৌঁছেছে।
গত ১৪ এপ্রিল ইলন মাস্ক আনুষ্ঠানিকভাবে টুইটার কিনে নেওয়ার ইচ্ছার কথা জানান। পরে টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগারওয়াল প্রতিষ্ঠানের কর্মকর্তাদের জানান, তারা ইলনের প্রস্তাবটি খতিয়ে দেখছেন।
সানবিডি/এনজে