স্থায়ী ক্যাম্পাসে না গেলে ২৩ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৬ ১৫:৪০:২৫
এ বছরের ডিসেম্বরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে না গেলে ২৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেয়া হবে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়কে এর আগেও কয়েকদফা স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তবে তারা তা না মানায় এবার কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে কমিশন।
দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৯টি। এর মধ্যে ২৩টি বিশ্ববিদ্যালয়ের বয়স ১২ বছর পূর্ণ হলেও এখনো স্থায়ী ক্যাম্পাসে যায় নি।
এ তালিকায় রয়েছে বনানীর সাউথইস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি, দি পিপল’স ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি।
এ ছাড়াও রয়েছে শান্তা মারিয়াম ইউনিভার্সিটি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, উনিভার্সিটি অব সাউথ এশিয়া, উত্তরা ইউনিভার্সিটি, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ও আশা ইউনিভার্সিটি।
এসব বিশ্ববিদ্যালয়কে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে চিঠি দেয়া হচ্ছে। এবার কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছে কমিশন।
এসব বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, জমি নিয়ে জটিলতার কারণে অনেকেই স্থায়ী ক্যাম্পাসে যেতে পারে নি। এ বিষয়ে ইউজিসিকে জানাবে তারা।
ইউজিসির নির্দেশনা সবাইকে মানতে হবে বলে জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি। তবে এসব সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনার আহ্বান জানান তারা।
তালিকার কয়েকটি বিশ্ববিদ্যালয়কে এর আগেও কয়েক দফা সময় বেঁধে দেয়া হয়েছিল। তবে ইউজিসি কোন কড়া পদক্ষেপ না নেয়ায় তারা স্থায়ী ক্যাম্পাসে যায়নি।
এএ