মানি লন্ডারিং ও দুর্নীতি মামলায় মৃত্যুদণ্ড হওয়া উচিত: হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৬ ২০:১৩:১৭
মানি লন্ডারিং ও দুর্নীতি মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হওয়া উচিত বলে মনে করেন হাইকোর্ট। মঙ্গলবার (২৫ এপ্রিল) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি ইজারুল হক আকন্দের দ্বৈত বেঞ্চ এই অভিমত ব্যক্ত করেন।
আদালত আরও বলেন, শীঘ্রই এই বিষয়ে রুল জারি করবেন তারা। দুর্নীতির অপরাধের গুরুত্ব বিবেচনায় সাজার হার কম বিবেচনায় এই মন্তব্য করেন আদালত। যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী পাপিয়ার ঘনিষ্ঠ সহযোগী সাব্বির খন্দকারের মামলার শুনানিতে এই মন্তব্য করা হয়। আদালত সাব্বির খন্দকারের জামিন না দিয়ে আবেদনটি তিন মাসের জন্য মুলতবি করেন।