ভারতে মন্দিরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুসহ ১১ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৭ ১০:৪১:২০
ভারতের তামিল নাডুর একটি মন্দিরে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন।
বুধবার (২৭ এপ্রিল) ভোরের দিকে রাজ্যটির থাঞ্জাবুর জেলায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কালিমেদুর আপ্পার মন্দির থেকে রথ যাত্রা বের হয়। রথ যাত্রায় অংশ নেওয়া লোকজন শক্তিশালী বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে।।
কর্মকর্তারা বলেন, মন্দিরের রথটি বাঁক নেওয়ার সময় কিছুটা বাধার সম্মুখীন হয় আর তখনই সেটি বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে।’
কর্মকর্তারা আরো জানান, মারা যাওয়াদের মধ্যে দুটি শিশু রয়েছে। এছাড়া আহতদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।
প্রতি বছর তামিল নাডুতে বার্ষিক রথযাত্রার মেলায় প্রচুর সংখ্যক ভক্ত অংশ গ্রহণ করে। এছাড়া এ ঘটনাটি রথ যাত্রার নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে।
সূত্র: এনডিটিভি