দর বৃদ্ধির শীর্ষে ইউনিক হোটেল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৭ ১৪:৪৬:৩৬


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনিক হোটেল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ১৫৭ বারে ৬৫ লাখ ১৬ হাজার ২৬৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৭ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৮ হাজার ৫৫৯ বারে ৪৮ লাখ ২৪ হাজার ৪৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সিমটেক্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি ৩৮৫ বারে ৫ লাখ ৪৪ হাজার ৭৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- এপেক্স ফুটওয়্যারের ৬.১৭ শতাংশ, বিডি ল্যাম্পসের ৫.৯০ শতাংশ, রানার অটোমোবাইলসের ৫.৪৬ শতাংশ, অলটেক্সের ৫.২২ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৭১ শতাংশ, এনভয় টেক্সটাইলের ৪.৬৩ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.৬০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস