ঝিনাইদহে বন্দুকযুদ্ধে হত্যা মামলার আসামি নিহত
প্রকাশ: ২০১৬-০২-২৩ ১০:২৬:২২
ঝিনাইদহের মহেশপুর উপজেলার হলদিপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে স্থানীয় ব্যবসায়ী আকিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সন্তু হোসেন (২৯) নিহত হয়েছেন। সোমবার রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত সন্তু হোসেন মহেশপুর উপজেলার লালপুর গ্রামের রওশন আলীর ছেলে।
মহেশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, সোমবার রাতে কুষ্টিয়া থেকে সন্তু হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে তাকে নিয়ে মহেশপুর উপজেলার হলদিপাড়ায় অন্য আসামি গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযানে যায় পুলিশ। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, নিহত সন্তু হোসেন স্থানীয় ব্যবসায়ী আকিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।