রোবটও হবে আপনার সেক্স পার্টনার!

আপডেট: ২০১৬-০২-২৩ ১০:৩৮:০৩


robot_sex_logoআগামী ১০ বছরের মধ্যে নাকি রোবটই হবে আপনার সেক্স পার্টনার। অবাক হচ্ছেন? হওয়া অস্বাভাবিক নয়। কিন্তু এমনই ভবিষ্যদ্বাণী করেছেন চিকিৎসক ইয়ান পিয়ারসন।

তার দাবি, আগামী ১০ বছরের মধ্যেই দেশে-বিদেশে মধ্যবিত্ত বাড়িতেও স্পেশালাইজড রোবটের সংখ্যা বাড়বে। এসব রোবট গাড়ি তৈরি, বাড়ি পরিষ্কারের পাশাপাশি মানুষকে যৌন আনন্দও দেবে।

একটি অনলাইন সেক্স শপের হিসেব বলছে, ক্ষমতা থাকলে ক্রেতাদের মধ্যে ফ্রি-রোবট সেক্সের চাহিদা বাড়ছে। বেশ্যালয় বা স্ট্রিপ ক্লাবেও খদ্দেরদের জন্য রোবট রাখার পরিকল্পনা রয়েছে। এর দাম এখন সাধ্যের মধ্যে।

বাজারের চাহিদার কথা মাথায় রেখে আরও কম দামে সেক্স রোবট তৈরি করছেন বিক্রেতারা। এই রোবটরা যৌন মিলনের সময় মানুষকে কথা বলে বা বিভিন্ন রকম আওয়াজ করেও আনন্দ দেবে। বিদেশের বাজারে এই ধরনের রোবটের দাম ৩০-৬০ হাজার ডলার।

সেক্স রোবটের চাহিদা বৃদ্ধি ভয়ের কারণ
এক. সেক্স রোবট কখনও মানুসকে সম্পূর্ণ যৌন তৃপ্তি দিতে পারবে না। ফলে মানুষের মধ্যে হতাশা বাড়তে পারে।

দুই. সিনেমা দেখে যাদের মধ্যে এই প্রবণতা তৈরি হয়েছে, বাস্তবে তারা সেক্স রোবট ব্যবহার করতে গিয়ে হতাশ হবেন।

তিন. সেক্স রোবট ব্যবহার করলে ভবিষ্যতে মানুষের মধ্যে সম্পর্কের আরও অবনতি হবে। সূত্র: আনন্দবাজার।