নিউমার্কেটে সংঘর্ষ: বিএনপি নেতা মকবুলের জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৮ ১৪:০০:০২
রাজধানীর নিউমার্কেটে শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দেন।
এদিন মকবুল হোসেনের পক্ষে জামিন আবেদনের শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি ইকবাল হোসেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়।
নিউমার্কেট থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা সাব-ইন্সপেক্টর সাফায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২২ এপ্রিল বিকেলে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে মকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাত ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের সংঘর্ষ হয়। প্রায় আড়াই ঘণ্টা চলে এ সংঘর্ষ। এরপর রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ১৯ এপ্রিল সকাল ১০টার পর থেকে ফের দফায় দফায় শুরু হয় সংঘর্ষ। যা সন্ধ্যা পর্যন্ত চলে ।
ওই ঘটনায় উভয়পক্ষের অর্ধশতাধিক আহত হন। সংঘর্ষে এখন পর্যন্ত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের একজন ডেলিভারিম্যান, অন্যজন দোকান কর্মচারী।