বিএনপি নেতা এম এ মান্নান মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৮ ১৭:২৬:০২
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান আধ্যাপক এম এ মান্নান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন তিনি।
দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন অধ্যাপক এম এ মান্নান। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়য়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।
এর আগে গতকাল বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর তাকে লাইফ সার্পোট দেয়া হয়।