২২ হাজার ৮০০ সেনা হারিয়েছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-২৮ ২০:১১:০১


ইউক্রেনে হামলা চালাতে গিয়ে ২২ হাজার ৮০০ সেনা হারিয়েছে রাশিয়া। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্স-এর বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইউক্রেন দাবি করেছে যুদ্ধে ৯৭০টি ট্যাঙ্ক, ২ হাজার ৩৮৯টি সামরিক যান, ১৮৭টি প্লেন এবং ১৫৫টি হেলিকপ্টার হারিয়েছে মস্কো।

এদিকে সম্প্রতি রাশিয়া দাবি করেছে, যুদ্ধে ইউক্রেনের ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে।

উল্লেখ্য, পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্য পদের জন্য ২০০৮ সাল থেকে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। তবে সম্প্রতি ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের আবেদন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

কিন্তু এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে। সূত্র : আলজাজিরা