আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৪-২৯ ১৫:১৪:৪৭
রাজধানীর মতিঝিলের কমলাপুর বাজার রোড এলাকার শাহপরান আবাসিক হোটেল থেকে মো. ইব্রাহিম (১৯) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাত এগারোটার দিকে পাঠানো হয়।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ সৈয়দ আলী বলেন, আমরা খবর পেয়ে কমলাপুর বাজার রোড এলাকার শাহ্ পরান হোটেলের ২১৭ নম্বর কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা স্বজনদের কাছে জানতে পেরেছি সে হতাশাগ্রস্ত ছিল। গতকাল ওই হোটেলে উঠে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। হোটেল থেকে আমাদেরকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করি। কী কারণে আত্মহত্যা করেছে এ বিষয়টি জানার চেষ্টা করছি। ময়না তদন্তের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।