আগামীকাল চাঁদপুরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে
প্রকাশ: ২০১৬-০২-২৩ ১৪:৩৯:৫৫
আগামীকাল বুধবার চাঁদপুর শহরসহ জেলার সকল উপজেলায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। মঙ্গলবার গণমাধ্যমকে দেয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, চাঁদপুর ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবার আপ-গ্রেডেশন কাজের জন্যে আগামী ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাঁদপুর পৌরসভাসহ জেলার সকল উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এ কাজে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে চাঁদপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
সানবিডি/ঢাকা/ইমরান/এসএস