আনিকা জামানকে রাবি ছাত্রলীগের অভিনন্দন
প্রকাশ: ২০১৬-০২-২৩ ১৪:৪৪:৩১
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় আনিকা জামান অর্ণাকে অভিনন্দন জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর পৌনে ২টায় বিশ^বিদ্যালয়ের টুকিটাকি চত্বরে অর্ণাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু, সাধারণ সম্পাদক খালিদ হাসান বিপ্লব, সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিল। পরে টুকিটাকি চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ এবং নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
আনিকা জামান অর্ণা জাতীয় নেতা শহীদ এএইচএম কামরুজ্জামানের নাতনী এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের মেয়ে। সম্মেলনের সাত মাস পর সোমবার সন্ধ্যায় ছাত্রলীগের ৩০১ সদস্যবিশিষ্ট পূর্ণঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে আনিকা জামান সহ-সভাপতির দায়িত্ব পান।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস