সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় সোমবার ঈদ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৪-৩০ ২১:২২:৫০
পবিত্র ঈদুল ফিতরের দিনক্ষণ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুর। দেশ দুটিতে আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপিত হবে।
তবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোতে এখন পর্যন্ত পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার খবর পাওয়া যায়নি। খবর গালফ নিউজ।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ঈদুল ফিতর ঘোষণা করে একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছে। দেশটিতে রোববার (১ মে) রমজান মাসের শেষ দিন। অর্থাৎ ২ মে, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
অন্যদিকে মজিলস উগামা ইসলাম সিঙ্গাপুর ঘোষণা করেছে, সেখানকার মুসলমানরা সোমবার (২ মে) ঈদুল ফিতর উদযাপন করবে।
এএ