গীতিকার অালামীন হাওলাদারের নতুন গান
প্রকাশ: ২০১৬-০২-২৩ ১৮:৩৫:২৬
প্রবাস জীবনে থেকেও প্রিয় বাংলাদেশের কথা অহর্নিশি ভাবেন গীতিকার অালামীন হাওলাদার ৷ এজন্য তিনি প্রবাস জীবনের দু:খ,কষ্টের গান ছাড়াও লেখেন প্রিয় বাংলাদেশের নানা বিষয় নিয়ে ৷ অালামীন হাওলাদার মূলত দেশের অপরূপ প্রকৃতি, দেশের মানুষ, সমাজের অন্যায়-অসঙ্গতি, মা-বাবা, এবং তরুণ প্রজন্মকে নিয়ে গান লেখেন ৷
সম্প্রতি অালামীন লিখলেন ‘বিপন্ন তারুণ্য’ শিরোনামের একটি গান ৷ গানের কথাগুলো এরকম: একদিকে ফেসবুক অার অন্যদিকে টুইটার/ মাঝখানে রাজত্ব করে ইউটিউব/ তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম/ ব্যস্ত ব্যস্ত খুব খুব/ প্রযুক্তির নেই তো দোষ/ রাখতে হবে শুধু হুশ/ বিপথগামী হলেই হবে ঠুস ৷
গানটির সঙ্গীত পরিচালনা করছেন তানভীর তারেক ৷ এতে বিখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাস ও তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক অামিরুল মোমেনীন মানিক যৌথভাবে কণ্ঠ দেবেন ৷
অাগামী মার্চ মাসের প্রথমদিকে তৈরী হবে এই গানটির একটি দৃষ্টিনন্দন ভিডিও ৷
অালামীন হাওলাদার বলেন, সুন্দর সুন্দর কথার বাংলা গানকে অামি সারা বিশ্বে ছড়িয়ে দেবার স্বপ্ন নিয়ে কাজ করছি ৷ তরুণ প্রজন্মকে বিনোদনধর্মী, তবে মূল্যবোধসম্পন্ন গান শুনাতে অামি নিরন্তর চেষ্টা করে যাবো ৷
এছাড়া অালামীন হাওলাদারের কথায় ক্লোজঅাপ ওয়ানের তারকা শিল্পীদের নিয়ে একটি গানের এ্যালবামের প্রস্তুতি চলছে ৷
সানবিডি/ঢাকা/এসএস