রাজধানীতে আগুনে দোকান কর্মচারী নিহত, দগ্ধ ৩
প্রকাশ: ২০১৬-০২-২৪ ১০:২৯:০১
রাজধানীর নিউমার্কেট এলাকায় অগ্নিদগ্ধ হয়ে দোকান কর্মচারী আমজাদ (২৪) নিহত হয়েছেন। এসময় দগ্ধ হয়েছেন আরো তিন কর্মচারী।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার রাত পৌনে ২টার দিকে নিউমার্কেটের কাঁচাবাজার এলাকায় নার্গিসের ভাঙারি দোকানে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- সোহাগ (২৫), ইয়ামিন (২৫) ও মেহেদী (২০)। এরা সবাই নার্গিসের দোকানের কর্মচারী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের নায়েক রফিকুল ইসলাম জানান, গভীর রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুনে দগ্ধ কয়েকজন কর্মচারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আমজাদকে মৃত ঘোষণা করেন। বাকী তিনজন সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
প্লাস্টিকের ময়লার স্তুপ থেকে আগুনের সূত্রপাত। আগুনের খবর পেয়ে পলাশী থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেছে বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের স্টেশন অফিসার আতাউর রহমান।