লেনদেনের সঙ্গে কমেছে সূচক
প্রকাশ: ২০১৬-০২-২৫ ১৫:৫৩:১৩
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের উভয় বাজারে লেনদেনের সঙ্গে কমেছে সব ধরনের সূচক। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪৫৯ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৮৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার।
এদিকে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৩৪ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।
ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, আজ ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩১টি কোম্পানির। আর দর কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৫৩ পয়েন্টে।
এদিকে সিএসইতে সার্বিক সূচক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৮ পয়েন্টে।
সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।