রাবিতে শিবির সন্দেহে দুই জনকে আটক

প্রকাশ: ২০১৬-০২-২৫ ১৬:৪৬:৫৮


shibir-logo_finalরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ্ মখদুম হল থেকে শিবির সন্দেহে দুই জনকে পুলিশে সোর্পদ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান তাদের পুলিশে সোপর্দ করেন।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগের (সংস্কৃত) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রবিউল আউয়াল এবং পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের আবু রায়হান। তারা দু’জনই ওই হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। এর মধ্যে রবিউল আউয়ালের ফেসবুক আইডি থেকে শিবিরের বিভিন্ন তথ্য পাওয়া যায়।

হল ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিউল আওয়াল অবৈধভাবে শাহ্ মখদুম হলের ২০২ নম্বর কক্ষে থাকতেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা বিষয়টি প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলমকে অবগত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসানকে জানানো হলে তিনি সেখানে উপস্থিত হয়ে রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন এবং পুলিশে সোপর্দ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, আটক শিক্ষার্থী রবিউল আওয়াল এই হলের আবাসিক শিক্ষার্থী নয়। সে হলে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবস্থান করছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্দেহ হলে পুলিশে সোপর্দ করা হয়।

রাবি ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, রবিউলের ফেসবুক থেকে শিবির নেতাকর্মীদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগের প্রমান পাওয়া গেছে। তার রুমমেট আবু রায়হানও এর সঙ্গে জড়িত আছে।

নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, দুই শিক্ষার্থী শিবিরের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদের কাছে তুলে দিয়েছেন। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।

সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস