সভাপতি সোহাইল সাধারণ সম্পাদক হাসান

প্রকাশ: ২০১৬-০২-২৫ ১৮:০৭:০০


JNUজগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাংবাদিক সমিতির ২০১৬-১৭ কার্যনির্বাহী কমিটি নিবার্চনে দৈনিক মানকন্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সোহাইল মিয়া সভাপতি এবং দ্যা নিউ নেশনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মাদ প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন।

নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি মানবজমিনের গোলাম মাওলা রুমি, যুগ্ম-সাধারণ সম্পাদক ভোরের কাগজের মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অবজারভারের মাসুম পারভেজ নোবেল, কোষাধ্যক্ষ দ্যা ইন্ডিপেনডেন্টের রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আমাদের সময়ের হুমায়ুন কবির। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে ইত্তেফাকের জুবায়ের আব্দুল্লাহ এবং ভোরের ডাকের সাদ্দাম হোসেন নির্বাচিত হয়েছে।

নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব শুভেচ্ছা জানিয়েছে।

সানবিডি/ঢাকা/ইসমাইল/এসএস