ইডেন কলেজে ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক || প্রকাশ: ২০২২-০৫-১৪ ১১:০৮:১৪ || আপডেট: ২০২২-০৫-১৪ ১১:০৮:১৪

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি ঘোষণার পর দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে কয়েকজনকে মারধর ও কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার (১৩ মে) রাত সাড়ে ৯টার পর সংঘর্ষ শুরু হয়ে চলে কয়েক ঘণ্টা।
জানা যায়, আধিপত্য বিস্তারে হল দখল করতে গেলে দুটি পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। বেশ কয়েকজনকে মারধর ও হলের কিছু কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে।
এ সংঘর্ষের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী জানান, ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণার পর বাদ পড়াদের ওপর চড়াও হন কমিটিতে নতুন পদ পাওয়া নেত্রীরা। এ সময় নতুনরা হলে অবস্থান নিতে গেলেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়৷ পরে রাত সাড়ে ১২ টা পর্যন্ত ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে।
এর আগে, শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ইডেন কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক হিসেবে রাজিয়া সুলতানার নাম আসে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
-
দেশে অসংক্রামক রোগে দৈনিক ১৯০০ মানুষের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী
-
পদ্মার এমডিকে মেঘনায়, মেঘনার এমডিকে পদ্মায় বদলি
-
পিকে হালদারের বিরুদ্ধে আরেকটি মামলা করেছে দুদক
-
আবদুল গাফফার চৌধুরীর মৃত্যু এক কিংবদন্তির প্রয়াণ: তথ্যমন্ত্রী
-
শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের হোতাসহ গ্রেপ্তার ৪
-
করোনা মোকাবিলায় সাফল্য : ১ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ