বিচারপতি ইনায়েতুর রহিম লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান
প্রকাশ: ২০১৬-০২-২৫ ১৯:৫৬:৫৪
বিনামূল্যে আইনি সহায়তা দিতে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
আগামী ১ মার্চ থেকে তিনি হাইকোর্টের বিচারপতির হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করবেন বলে প্রধান বিচারপতির স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এ বিষয়ে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সাংবাদিকদের জানান, ‘গত ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি লিগ্যাল এইড কমিটির বিদায়ী চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক আপিল বিভাগে নিয়োগ পাওয়ায় তাঁর স্থলে বিচারপতি ইনায়েতুর রহিমকে নিয়োগ দেন।
অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ আরো বলেন, যাদের বার্ষিক আয় দেড় লাখ টাকার ঊর্ধ্বে নয় এমন ব্যক্তিদের বিনামূল্যে আইনি সেবা দিতে গত বছরের ৮ সেপ্টেম্বর অফিসটি উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
এর আগে গঠন করা হয় সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। তখন এ কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. নিজামুল হক। গত ৮ ফেব্রুয়ারি বিচারপতি নিজামুল হক আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন।
সানবিডি/ঢাকা/আহো