নরসিংদীতে ট্রলিচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৫:০৮:৩৬
নরসিংদীতে ট্রলিচাপায় নিহত হয়েছেন অজ্ঞাতনামা দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনাগামী একটি বালুবাহী ট্রলি বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান।
খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সানবিডি/ঢাকা/আহো