ট্রেন লাইনচ্যুত হয়ে গৌরিপুর-মোহনগঞ্জ যোগাযোগ বন্ধ
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৫:১৫:০৩
ময়মনসিংহগামী যাত্রীবাহী লোকাল ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন গৌরিপুর স্টেশনে ঢোকার সময় লাইনচ্যুত হয়েছে। এতে গৌরিপুর-মোহনগঞ্জে রেল চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টায় গৌরিপুর রেলস্টেশনের ঢোকার সময় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়। গতি কম থাকায় এতে হতাহত হয়নি। রেলওয়ে থানার পুলিশ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
সানবিডি/ঢাকা/আহো