আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই: হাছান

প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৫:২০:৫৪


dru__103578আসছে স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সাভারের স্মৃতিসৌধে না যেতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘চলমান রাজনীতি ও উন্নয়নের লক্ষ্যে শেখ হাসিনার নেতৃত্ব প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি করেন তিনি।

খালেদা জিয়া উদ্দেশে হাছান মাহমুদ বলেন, “আপনি শহীদদের সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাই আপনি কেন শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন। দেশের মানুষ ক্ষুব্ধ। তারা আপনাকে প্রতিহত করতে পারে।”

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিএনপি প্রার্থী পায় না বলে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “যে দলের নেতারা বোরকা পরে হাইকোর্টে যান, তারা কীভাবে ইউনিয়ন পরিষদে প্রার্থী খুঁজে পাবে!’

বিএনপিকে সব ইউপিতে প্রার্থী দেয়ার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, “আমরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন চাই। তারা (বিএনপি) অভ্যাস পরিবর্তন না করলে শিরদাঁড়া সোজা করে হাঁটতে পারবে না।”

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা এম এ করিম, বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক প্রমুখ।

সানবিডি/ঢাকা/আহো