লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৬:১৩:৪৭
সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ১৯ দশমিক ৬১ শতাংশ।
ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন ৫৫ লাখ ৪৩ হাজার ২৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ২ কোটি ২১ লাখ ৪৩ হাজার টাকার।
দ্বিতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের ১১ দশমিক ৩৮ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটির গড়ে প্রতিদিন ২ কোটি ২৭ লাখ ৭৯ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ১১ লাখ ১৯ হাজার টাকার।
লুজারের তালিকার তৃতীয় স্থানে রয়েছে কে অ্যান্ড কিউ লিমিটেড। এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১ দশমিক ০৬ শতাংশ। গড়ে প্রতিদিন ১ লাখ ১৬ হাজার ৭৫০ টাকার শেয়ার লেনদেন হয়েছে কোম্পানিটির। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা।
লুজার তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে কাশেম ড্রাইসেলসে ১০ দশমিক ২৩ শতাংশ, ডেলটা ব্র্যাক হাউজিংয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ, শ্যামপুর সুগারে ৯ দশমিক ০৯ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৬ দশমিক ৬৭ শতাংশ, লিবরা ইনভিউশনসে ৬ দশমিক ৫৩ শতাংশ, আজিজ পাইপসে ৬ দশমিক ৪৫ শতাংশ ও এমআই সিমেন্টে ৬ দশমিক ৩১ শতাংশ দর কমেছে।
সানবিডি/ঢাকা/আহো