বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে বাধা দেখছে না ব্রিটিশ কোম্পানি
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৬:১৭:৫৭
বাংলাদেশে বিদ্যমান ব্যবসায় ব্রিটিশ কোম্পানিগুলো এখন পর্যন্ত এ দেশে কোনো ধরনের বাধার মুখে পড়েনি বলে জানিয়েছে বাংলাদেশে সফররত একটি ব্রিটিশ প্রতিনিধি দল।
৩ দিনের সফরের শেষ দিন গতকাল বৃহস্পতিবার ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিনিধি সদস্যরা এই তথ্য জানান। তারা জানান, কোনো ব্রিটিশ প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর এটি।
ওই প্রতিনিধি দলের প্রধান পিটার লিন্ডসে জানান, এ দেশে ‘সাহায্য অর্থায়ন প্রকল্প’ চালু করতে চায় ব্রিটিশ কোম্পানিগুলো। এতে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে উন্নীতকরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
তিনি বলেন, বাংলাদেশে অনেকগুলো ব্রিটিশ কোম্পানি তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। আমাদের ব্যবসায়ের জন্য খুবই ইতিবাচক পরিবেশ রয়েছে এখানে। এ দেশে আমাদের ব্যবসা আরও সম্প্রসারণে কোনো বাধা আমি দেখছি না। এখন বাংলাদেশে নতুন পন্থায় ব্যবসা সম্প্রসারণের জন্য চিন্তা করছি আমরা।
বিশ্বব্যাপী ব্যবসা সম্প্রসারণে যুক্তরাজ্যের ১৭টি কোম্পানির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অভিজ্ঞ লিন্ডসে। তিনি বলেন, বর্তমানে কয়েকটি ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনা করছে। ব্যবসায়ের ইতিবাচক পরিবেশ থাকায় এদেশে অর্থায়নের জন্য অংশীদার খুঁজছে অনেক ব্রিটিশ কোম্পানি। বাংলাদেশে বিভিন্ন খাতে বাণিজ্য সম্প্রসারণ করতে চায় তারা। এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ সরকার এবং কয়েকটি বেসরকারি সংস্থার সঙ্গেও আলোচনা হয়েছে।
৩ দিনের এই সফরকে খুবই ফলপ্রসু উল্লেখ করে লিন্ডসে বলেন, এটা এখানেই শেষ নয়; বরং এখান থেকেই শুরু। আমরা এদেশের সঙ্গে সম্পর্ক আরও বাড়াতে নতুন পন্থার সন্ধানে আছি। মধ্য আয়ের দেশে উন্নীতকরণের যাত্রায় আমরাও অংশীদার হতে আগ্রহী। তিনি বলেন, বর্তমানে প্রায় ১০০টি ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনা করছে। এছাড়া বাংলাদেশের অন্যতম বৃহত্তম দ্বিপাক্ষিক অনুদান দাতা দেশ যুক্তরাজ্য।
স্কটিশ কোয়ালিফিকেশন অথোরিটির প্রকল্প ব্যবস্থাপক হিলারি রাথারফোর্ড বলেন, বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাহায্য করতে এদেশে দক্ষ জনশক্তি নিয়োগের বিষয়েও আগ্রহী যুক্তরাজ্য।
সানবিডি/ঢাকা/আহো