গণতন্ত্র পুনরুদ্ধার করার আহ্বান জানান খন্দকার মাহবুব

প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৬:২৩:৫১


index_103583সেমিনার ও সমাবেশ করে লাভ হবে না। একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনই সরকারকে বিদায় করার পথ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। এজন্য গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফেরাতে বুলেট উপেক্ষা করে নেতাকর্মীদের রাস্তায় নামার আহ্বান জানান তিনি।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মাহবুব বলেন, ‘জাতীয়তাবাদী শক্তিকে নিয়মতান্ত্রিক পথে আন্দোলন করে এই স্বৈরশাসককে বিদায় করতে হবে। প্রয়োজনে বুলেটকে উপেক্ষা করে রাস্তায় নামতে হবে। একবার যদি আমরা সাহস করে নামি, লাখো জনতার ঢল নামবে। বেগম জিয়ার নেতৃত্বে সবকিছু চুরমার, সব কিছু ধুয়ে মুছে যাবে।

ইউপি নির্বাচনে ক্ষমতাশীনরা হস্তক্ষেপ করলে পরিণতি শুভ হবে না এমন হুঁশিয়ার উচ্চারণ করে তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে কঠিন নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বা আইনশৃঙ্খলা বাহিনী যদি হস্তক্ষেপ করে, তাহলে তৃণমূলে যে বিরাট একটা আন্দোলন শুরু হবে, সেটাকে সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না।

বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, ‘দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন সরকারের ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত। আওয়ামী লীগ বিশ্ববাসীকে দেখাতে চায়, দেখো- সারা বাংলাদেশে নৌকার জয়জয়াকার। কিন্তু দেশের মানুষ ও বিশ্ববাসীকে এভাবে ধোঁকা দেওয়া সম্ভব নয়।’

সংগঠনের সভাপতি এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সহসম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

সানবিডি/ঢাকা/আহো