আনিসুল হকের গল্প: রাক্ষস-খোক্ষস
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৭:০৭:১৯
এক দেশে ছিল দুই ভাই, রাক্ষস আর খোক্ষস। দুই ভাইয়ের মিল ছিল না মোটেই। তারা সারাক্ষণ গোলযোগ করতো নিজেদের মধ্যে। দুই ভাই ইশকুলে পড়ে। রাক্ষসদের ইশকুল। মাস্টার মশাই খুব কড়া মেজাজের মানুষ। না, কথাটা ঠিক হলো না। কড়া মেজাজের রাক্ষস!
স্যার বললেন, রাক্ষস-খোক্ষস’ তোমরা কি করছো? খোক্ষস বললো, ‘কানমলা খাচ্ছি স্যার’। রাক্ষস সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে বললো, ‘মোটেও কানমলা না স্যার, আমরা ভিটামিন খাচ্ছি। কানমলায় ভিটামিন সি আছে কিনা’।
ভিটামিন সি! শিক্ষক মনে মনে ভাবতে লাগলেন, ভিটামিন সি’র অভাবে দাঁত দিয়ে রক্ত পড়ে। তাঁর মুলোর মতো লম্বা দাঁত দিয়ে ইদানিং রক্ত পড়ছে। তাহলে নিজেরই কানমলা খেতে হয়।
এভাবেই দারুণ মজাদার গল্প নিয়ে সাজানো হয়েছে আনিসুল হকের লেখা ছোটদের গল্পের বই “রাক্ষস-খোক্ষস”। বইটি প্রকাশ হয়েছে ইতি প্রকাশন থেকে। বইটি প্রথম প্রকাশ হয় ২০১২ সালে।
সানবিডি/ঢাকা/আহো