সৌম্য অাউট, রান তুলছে টাইগাররা

আপডেট: ২০১৬-০২-২৬ ২০:০৩:৩০


capture_103610এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আমিরাতের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মিরপুরে ম্যাচটি শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ৫০ রান।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি মাশরাফিদের জন্য বাঁচা-মরার। বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। ইমরুলের পরিবর্তে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান।

16_103612উভয় দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ভারতের বিরুদ্ধে বাংলাদেশ হেরেছে ৪৫ রানে। আর শ্রীলঙ্কার বিরুদ্ধে আমিরাত হেরেছে ১৪ রানে। দুই দলের জন্যই আজকের ম্যাচটি বাঁচা-মরার।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।

সানবিডি/ঢাকা/রাআ