নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী পালিত
প্রকাশ: ২০১৬-০২-২৬ ২১:৪০:৫৪
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার দুপুরে তার জন্মভূমি নূর মোহাম্মদ নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, গার্ড অব অনার প্রদানসহ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
পরে গ্রন্থাগার মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাবা গোলাম মোর্তজা স্বপন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের ছেলে মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সদস্য সচিব আজিজুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, শিক্ষক কামরুজ্জামান মুকুল প্রমুখ।
সানবিডি/ঢাকা/রাআ