আড়াইশ ভরি স্বর্ণ লুট মাত্র দেড় মিনিটেই!! (ভিডিওসহ)

আপডেট: ২০১৬-০২-২৭ ১৬:১৯:০০


jewellery-shop-looted-in_103672মিরসরাইয়ের বারইয়ারহাট পৌর বাজারের শামীম জুয়েলার্সে মাত্র দেড় মিনিটে আড়াইশ ভরি স্বর্ণ লুট করে ডাকাতরা। শুক্রবার মাগরিবের নামাজের সময় মসজিদ গলির ওই দোকানটিতে ডাকাতি করে দুর্বৃত্তরা। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিওতে দেখা গেছে, মাত্র দেড় মিনিটের মধ্যে আড়াইশ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখেরও মতো টাকা লুট করে সটকে পড়ে ডাকাতরা।

তাদের ছোড়া হাতবোমার স্প্লিন্টারে তিনজন আহত হন।

শামীম জুয়েলার্সের মালিক শাহাব উদ্দিন জানান, মাগরিবের নামাজ আদায় করতে তিনি মসজিদে গেলে ডাকাতদল দোকানে হামলা চালায়। এ সময় মসজিদ থেকে তিনি বেশ কয়েকটি বোমা বিস্ফোরণের আওয়াজ শুনতে পান। নামাজ শেষে দোকানে এসে দেখেন তার দোকানের সব স্বর্ণালঙ্কার লুট হয়ে গেছে। মাত্র দেড় মিনিটের ব্যবধানে ডাকাতরা দোকানের এসব স্বর্ণ লুট করেছে বলে ভিডিওতে দেখা গেছে।

জোরারগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের শনাক্তে শামীম জুয়েলার্সের দুটি সিসিটিভি ফুটেজ ও মসজিদ গলির একাধিক দোকানের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ভিডিও দেখুন:

[embedyt] http://www.youtube.com/watch?v=MSdtqHCD0Yw[/embedyt]

সানবিডি/ঢাকা/রাআ