সাপ্তাহিক রিটার্নে ১০ খাত
প্রকাশ: ২০১৬-০২-২৭ ১৮:২২:১৪
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর (রিটার্ন) বেড়েছে ১০টি খাতে। দর বাড়ার দিক থেকে এগিয়ে রয়েছে পেপার অ্যান্ড প্রিন্টিং খাত। এই খাতে ৪ দশমিক ১৬ শতাংশ রিটার্ন বেড়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, জুট খাতে ১ দশমিক ৭০ শতাংশ দর বেড়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা এনবিএফআই খাতে ১ দশমিক ২২ শতাংশ দর বেড়েছে।
এছাড়া বস্ত্র খাতে দশমিক ৭৬ শতাংশ, ব্যাংক খাতে দশমিক ৬২ শতাংশ, বিবিধ খাতে দশমিক ৪৯ শতাংশ, টেলিযোগাযোগ খাতে দশমিক ৪৫ শতাংশ, আইটি খাতে দশমিক ৩৫ শতাংশ করে, মিউচ্যুয়াল ফান্ড খাতে দশমিক ০৬ শতাংশ এবং সিরামিক খাতে দশমিক ০৫ শতাংশ দর বেড়েছে।
অন্যদিকে, দর কমেছে বাকি ১০ খাতে। এর মধ্যে সিমেন্ট খাতে দশমিক ৪০ শতাংশ, প্রকৌশল খাতে দশমিক ৬৫ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪ দশমিক ০৬ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি দশমিক ৮৩ শতাংশ, সাধারণ বিমা খাতে ১ দশমিক ৪৩ শতাংশ, জীবন বিমা খাতে ১ দশমিক ১৩ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১ দশমিক ১৯ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৫ দশমিক ৩৮ শতাংশ, ভ্রমন খাতে ২ দশমিক ৩২ শতাংশ এবং ট্যানারি খাতে ১ দশমিক ২১ শতাংশ দর কমেছে।
সানবিডি/ঢাকা/আহো