কুমিল্লায় দুই সহোদর শিশুকে গলাটিপে হত্যা

প্রকাশ: ২০১৬-০২-২৭ ১৮:৩৫:০৬


comilla_103714সাম্প্রতিক সময়ে শিশুদের ওপর নৃশংসতা বেড়ে যাওয়ার ঘটনায় সারাদেশে যখন তোলপাড় চলছে তখন ঘটলো আরেকটি ঘটনা। এবার কুমিল্লায় দুই সহোদর শিশুকে গলাটিপে হত্যা করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ ঢুলিপাড়া এলাকায়। নিহত দুই শিশু হলো আবুল কালামের দুই ছেলে জয় (৮) মনি (৬)। আজ শনিবার বিকাল ৪টার দিকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, মা-বাবা বাইরে থেকে এসে বিছানায় দুই শিশুর মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছে তাদের গলাটিপে হত্যা করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মামুনুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গেছে।

প্রসঙ্গত, সম্প্রতি হবিগঞ্জের বাহুবলে চার শিশুকে নৃশংসভাবে খুন করা হয়। এছাড়া দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ আকারে বেড়ে গেছে শিশু খুনের ঘটনা। গত দুই মাস ধরে গড়ে প্রায় প্রতিদিনই ঘটছে শিশু খুনের ঘটনা।

সানবিডি/ঢাকা/আহো