ভ্যান চালককে কুপিয়ে হত্যা

প্রকাশ: ২০১৬-০২-২৭ ১৯:১৬:৫৪


Kupiye-Khun2-1নওগাঁর আত্রাইয়ে জহুরুল ইসলাম (৩৫) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার সকালে নওগাঁর আত্রাই-কালিগঞ্জ সড়কের পাশে উপজেলার বাঁকা গ্রামের নিকট থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ভ্যান চালক পাশের রানীনগর উপজেলার কাশিনগর গ্রামের আব্দুল জলিলের ছেলে ।

আত্রাই থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা তাকে হত্যা করে সেখানে লাশ ফেলে রেখে যেতে পারে। সকালে এলাকার লোকজন দেখে পুলিশে খবর দেয়ার পর পুলিশ বেলা ১১টার দিকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

লাশের শরীরে অসংখ্য আঘাতের চিহৃ রয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

সানবিডি/ঢাকা/আহো