মহাখালী ব্র্যাক সেন্টারের আগুন নিয়ন্ত্রণে
প্রকাশ: ২০১৬-০২-২৭ ২০:২১:১০
রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে দমকল বাহিনীর ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের খবর জানা যায়নি।
দমকল বাহিনীর সদর দপ্তরের ডিউটি অফিসার আতিকুর রহমান বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে মহাখালী ব্র্যাক সেন্টারের সাত তলা ভবনের পঞ্চম তলায় মানবসম্পদ বিভাগে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনীর ১০টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাকিল নামে একজন লিফট অপারেটরকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সানবিডি/ঢাকা/আহো