একই গ্রামে সব পুরুষের মৃত্যুদণ্ড!
প্রকাশ: ২০১৬-০২-২৮ ১১:৪৪:২১
ইরানের নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহিনদোখত মোলাভারদি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পরিবারের দেখভাল করা সমাজের গুরত্বপূর্ণ দায়িত্ব -এপি
মাদক পাচারের অপরাধে ইরানের দক্ষিণাঞ্চলীয় এক গ্রামের সব প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
শুক্রবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ‘মেহের’কে দেয়া সাক্ষাৎকারে দেশটির নারী ও পরিবারবিষয়ক ভাইস প্রেসিডেন্ট শাহিনদোখত মোলাভারদি এমন তথ্য জানিয়েছেন। মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে একই সময়ে তা বাস্তবায়ন করা হয়েছে; নাকি ধীরে ধীরে সবাইকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে তা নিশ্চিত করেননি তিনি। ঠিক কোন জায়গায় দণ্ড কার্যকর করা হয়েছে তাও জানানো হয়নি। খবর দ্য গার্ডিয়ানের।
শাহিনদোখত বলেন, ‘সিসতান ও বেলুচিস্তান প্রদেশের একটি গ্রামের প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এসব মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রতিশোধ নিতে এবং সংসার চালাতে তাদের সন্তানরাও মাদক ব্যবসায়ী হয়ে উঠতে পারে বলে তাদের সরকারিভাবে সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান শাহিনদোখত। তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে, আমরা যদি এসব লোককে সহায়তা না দিই তবে তারা অপরাধে জড়িয়ে পড়বে।
সানবিডি/ঢাকা/এসএস