পেলের মন জিততে হাবাস মন্ত্র ‘ফাটাফাটি ফুটবল’
|| প্রকাশ: ২০১৫-১০-১৩ ১২:২২:৩০ || আপডেট: ২০১৫-১০-১৩ ১২:২২:৩০

শহরে নীতা আম্বানি৷ সোমবার মধ্যরাতে কলকাতায় পা রাখলেন আইএসএলের চেয়ারপার্সন তথা মুকেশ ঘরনি৷ কেউ কেউ বলছেন, মঙ্গলবার চাঁদের হাট বসতে চলেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে৷ উপড়ি পাওনা ম্যাচ দেখতে মাঠে থাকবেন স্বয়ং ফুটবল সম্রাট পেলে৷ তাঁর সঙ্গে থাকবেন সৌরভ, সচিন এবং নীতা৷ পেলে এই ম্যাচে এটিকের জার্সি পরে খেলা দেখবেন বলে খবর৷
১৩ অক্টোবর এক অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী হতে চলেছে যুবভারতীর দর্শকরা৷ ১৯৭৭ সালে প্রথমবারের জন্য কসমসের হয়ে পেলে কলকাতায় এলেও, যুবভারতীতে তাঁর পদধূলি পড়েনি। তখনও তৈরিই হয়নি এশিয়ার এই বৃহত্তম স্টেডিয়াম। সেদিক থেকে ৩৮ বছর বাদে কলকাতায় এসে, প্রথমবারের জন্য যুবভারতীতে পা রাখতে চলেছেন ‘ব্ল্যাক পার্ল’৷ কলকাতা বিমানবন্দরে নেমে গাড়িতে করে যাওয়ার সময় যুবভারতী দেখে সঙ্গীদের জিজ্ঞাসা করছিলেন, “আমি কি এখানে খেলেছি? আমি ইডেন দেখতে চাই।” তবে এর আগে মারাদোনা, মেসি, বেবেতো, দুঙ্গাদের সান্নিধ্য পেয়েছে যুবভারতী৷ কিন্তু ফুটবলের সম্রাটকে প্রথম বারের জন্য পাবে সে৷ নতুন ঘাস সাক্ষী হয়ে থাকবে এক অবিস্মরণীয় মুহূর্তের৷
অন্যদিকে গতবারের ফাইনালের পর ফের মুখোমুখি কেরল বনাম কলকাতা৷ তবে ম্যাচের আগে বেশ অগোছালো এটিকে৷ চোট, কার্ড ও জাতীয় দলের খেলা থাকায় অনেককেই পাবেন না এটিকে কোচ হাবাস৷ তবে তা নিয়ে চিন্তিত নন তিনি৷ সীমিত শক্তি দিয়েই লড়াই করবেন বলে সাংবাদিক সম্মেলনে হুঙ্কার ছেড়েছেন স্প্যানিশ কোচ৷ পোস্তিগা, অর্ণব, রিনো, বলজিতের মতো খেলোয়াড়দের ছাড়াই মাঠে নামতে হবে অ্যাটলেটিকোকে৷ পোস্তিগার চোট, বলজিতের দুই ম্যাচ নির্বাসন এবং বাকিদের জাতীয় দলের খেলা থাকায় পাবেন না এটিকে কোচ৷ এর মধ্যেও গতবারের চ্যাম্পিয়নরা নিজেদের ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী৷ বাড়তি তাগিদ হিসাবে পেলের সামনে ভালো খেলার হাতছানি। তবে সচিনের দলের কাছে সুখবর এই ম্যাচ থেকেই খেলতে পারেন তাদের মার্কি ফুটবলার কার্লোস মারচেনা।