নওগাঁয় আদিবাসীদের সুরক্ষায় মানববন্ধন ও র‌্যালী

আপডেট: ২০১৬-০২-২৮ ১৮:৩৯:৪৯


Naogaon Pic_28.02.2016আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় নওগাঁয় মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী আইনি সেবা প্রকল্প ব্রতীর উদ্যোগে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুর। মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুবিন মুন্ড, জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা জয়নাল আবেদীন মুকুল, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, ইঞ্জিনিয়ার গুরুদাস দত্ত, ব্রতী পিভিসিএলএস প্রকল্প টি এন্ড সিসি রাজেন্দ্র কুমার দাস, পিও সামসুল ইসলাম প্রমূখ।

মানববন্ধনে আদিবাসীদের কমিউনিটির জন্য পৃথক, সরকারী গেজেটে আদিবাসীদের সকল টাইটেল অর্ন্তভুক্তিকরণ, সরকারী বিভিন্ন কোটা সুবিধা, খাস জমি ও পুকুর বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ন কমিটিতে আদিবাসী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক এবং আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবী জানানো হয়। এর আগে একটি র‌্যালী মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালী ও মানববন্ধনে আদিবাসীসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সানবিডি/ঢাকা/রাআ